তুরস্কের মধ্যস্থতায় বৈঠকে বসেছে ইউক্রেন-রাশিয়া
রাশিয়া তার প্রতিবেশী ইউক্রেনে হামলার পর প্রথম বারের মতো দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা উচ্চ-পর্যায়ের বৈঠকে বসেছেন। তুরস্কের মধ্যস্থতায় সে দেশে বৈঠকে বসেছেন রাশিয়া ও ইউক্রেনের দুই পররাষ্ট্রমন্ত্রী। চলমান এ সংঘাতের মোড় ঘুরিয়ে দিতে পারবে বলে তুরস্ক আশা করছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
তবে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের সঙ্গে বৈঠক থেকে যুদ্ধবিরতি চুক্তি কিংবা অন্যান্য ফলাফলের খুব বেশি প্রত্যাশা করছেন না বলে রয়টার্স জানিয়েছে।
টেলিভিশন ফুটেজে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধি দলকে পরস্পরের মুখোমুখি একটি টেবিলে বসে থাকতে দেখা গেছে। আর, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু তুর্কি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
রাশিয়ার আগ্রাসনের জেরে ইউক্রেন থেকে ২২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাকে জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে দ্রুততম মানবিক সংকট বলে অভিহিত করেছে।