‘তেল আমদানিতে ইউরোপের নিষেধাজ্ঞায় রাশিয়ার কিছুই হবে না’
রাশিয়ার তেল আমদানিতে ইউরোপের নিষেধাজ্ঞার ফলে মূল্যবৃদ্ধি ও নতুন বাজার খোঁজার কারণে রাশিয়ার অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের চেয়ারওম্যান ভ্যালেন্তিনা ম্যাতভিয়েঙ্কো। বিবিসির প্রতিবেদনে আজ বুধবার এমনটি জানানো হয়।
মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ নিউয়ুসির সঙ্গে সাক্ষাত শেষে আজ বুধবার সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন ভ্যালেন্তিনা ম্যাতভিয়েঙ্কো। তিনি বলেন, ‘অনায়াসেই আমরা তেল অন্য বাজারের দিকে ধাবিত করতে পারব, অন্যান্য বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।’
ভ্যালেন্তিনা ম্যাতভিয়েঙ্কো বলেন, ‘পৃথিবীতে একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন হয়, যার নির্দিষ্ট পরিমাণ বিক্রি হয় এবং কেউ চাইলেও চাঁদের দেশ থেকেও এর চেয়ে বেশি আনতে পারবে না। নিষেধাজ্ঞার ফলে রাশিয়া অপরিশোধিত তেল রপ্তানির চেয়ে আরও শোধনাগার নির্মাণের পথে হাটছে।’
ভ্যালেন্তিনা ম্যাতভিয়েঙ্কো আরও বলেন, তেলের দাম উল্লেখযোগ্য হারে আরও বাড়বে। রপ্তানি কমে যাওয়ার ক্ষতি পুষিয়ে যাবে।’