ত্রিচক্রযানে একসঙ্গে নারী-পুরুষ যাতায়াত নিষিদ্ধ করল নাইজেরিয়ার কানো প্রদেশ
নাইজেরিয়ার কানো রাজ্যে নারী-পুরুষ একই ত্রিচক্রযানে করে যাতায়াত করতে পারবে না বলে ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। আগামী বছরের জানুয়ারি থেকে এটি কার্যকর করা হবে বলেও জানানো হয়। গত বুধবার কানোর বায়রো ইউনিভার্সিটিতে আয়োজিত একটি অনুষ্ঠানে এ কথা জানান গভর্নর আবদুল্লাহি গান্দুজে। নাইজেরিয়াভিত্তিক সংবাদমাধ্যম প্রিমিয়াম টাইমস এ খবর জানিয়েছে।
এ ব্যাপারে গান্দুজে বলেন, ‘রাজ্য সরকার ইসলামী মূল্যবোধকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
কানো রাজ্যে বাণিজ্যিক ত্রিচক্রযান ‘দাইদাইতা সাহু’ নামে পরিচিত। এর আগে এটি শুধু নারীদের পরিবহনের মাধ্যম হিসেবে চালু করেছিলেন কানোর প্রাক্তন গভর্নর ইব্রাহিম শেকারাউ।
শেকারাউ সরকার উৎখাতের পর এসব ত্রিচক্রযানে নারী-পুরুষ উভয়ের যাতায়াতের জন্য অনুমতি দেওয়া হয়।
এর পর গত বুধবার গভর্নর আবদুল্লাহি গান্দুজে জানালেন, নারী-পুরুষ একসঙ্গে এই যানে যাতায়াত করতে পারবে না।
এদিকে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানোর আমির মুহাম্মদ সানুসি। তিনি তাঁর বক্তব্যে নিজেদের সম্পদের বাইরে অতিরিক্ত প্রয়োজন মেটানোর ক্ষেত্রে মুসলমানদের সতর্ক থাকতে বলেন। এ ছাড়া রাজ্যের বিভিন্ন স্কুলে অতিরিক্ত শিশুদের ভর্তি হওয়ার ক্ষেত্রে অনিয়ন্ত্রিত বহুবিবাহ এবং বিবাহবিচ্ছেদকে দায়ী করেন তিনি।