দক্ষিণ কোরিয়ার কাছে ক্ষমা চাইল উত্তর কোরিয়া
দক্ষিণ কোরিয়ার কাছে ক্ষমা চেয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। দক্ষিণ কোরিয়ার নেতা মুন জে ইনের কাছে চিঠি পাঠিয়ে কিম ক্ষমা চেয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে, খবর বিবিসির।
চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়ার একজন সরকারি কর্মকর্তাকে গুলি করে হত্যার পর ক্ষমা চেয়েছেন কিম।
দক্ষিণ কোরিয়া বলেছে, ওই কর্মকর্তা উত্তর কোরিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন। পরে তাঁকে ভাসমান অবস্থায় খুঁজে পাওয়া যায় উত্তর কোরিয়ার জলসীমায়। সিউলের দাবি, ওই কর্মকর্তাকে গুলি করে হত্যার পর তাঁর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রবেশ ঠেকাতে উত্তর কোরিয়া সীমান্তে কঠোর নজরদারির যে নির্দেশ দিয়েছে বলে ধারণা করা হয়, তার কারণেই দেশটির সৈন্যরা দক্ষিণের ওই কর্মকর্তার ওপর গুলি ছুড়েছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
৪৭ বছর বয়সী ওই মৎস্য কর্মকর্তা কী করে উত্তরের জলসীমায় পৌঁছেছিলেন, দক্ষিণের সেনাবাহিনী তার ব্যাখ্যা দেয়নি।
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রবেশ ঠেকাতে উত্তর কোরিয়া তার সৈন্যদের সীমান্তে ‘শ্যুট টু কিলের’ নির্দেশ দিয়েছে বলে চলতি মাসের শুরুতে বলেছিলেন দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক কমান্ডার।