দক্ষিণ কোরিয়ায় নাইটক্লাব খুলে দেওয়ায় স্কুল চালু পেছাতে হলো
দক্ষিণ কোরিয়ায় নাইটক্লাব থেকে ১০০ জনের মতো মানুষের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। সম্প্রতি সামাজিক দূরত্বের নিয়মে কিছুটা শিথিলতা এনে নাইট ক্লাব খুলে দেওয়া হয়।
নাইট ক্লাবে প্রায় ১০০ জন সংক্রমিত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এ ঘটনার পর স্কুল খোলা পিছিয়ে দিয়েছে সরকার। আগামী বুধবার মাধ্যমিক স্কুল খোলার কথা ছিল। গত সপ্তাহে এই ঘোষণা দিয়েছিল সরকারের শিক্ষা মন্ত্রণালয়। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
দেশটিতে প্রচুর নমুনা পরীক্ষা ও সংস্পর্শ নির্ণয় করে সংক্রমণ কমিয়ে আনা হয়। করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে থাকলে এপ্রিলের শেষ সপ্তাহে বার, নাইটক্লাব ও রেস্তোরাঁগুলো খুলে দেওয়া হয়।
রাজধানী সিউলের রাত্রিকালীন বিনোদন এলাকা ইতেউনে ভিড় লাগতে শুরু করে। এদের মধ্যেই ২০ বছর বয়সী এক তরুণের করোনাভাইরাস ধরা পড়ে। তার শরীরে কোনো উপসর্গ ছিল না। তিনি গত ১ মে রাত্রিকালীন বিনোদন এলাকাটির বহু জায়গায় যান। ধারণা করা হচ্ছে, নতুন করে প্রায় ১০০ জনের করোনা আক্রান্তের পেছনে ওই তরুণের ইতেউন বিচরণই দায়ী। সেদিন অন্তত ছয় হাজার মানুষ সেখানে গিয়েছিলেন। যাদের দুই হাজার ৪০০ জনকে চিহ্নিত করা গেছে।
দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯৩৬ জন। আর এর মধ্যে সুস্থ হয়েছে নয় হাজার ৬৭০ জন। এ রোগে দেশটিতে ২৫৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে এক হাজার দুজন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫৬ জনের অবস্থা আশঙ্কাজনক।