দল থেকে বহিষ্কার হলেন নেপালের প্রধানমন্ত্রী
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে তাঁর দল কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নেপালি পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়ে সর্বময় ক্ষমতার অধিকার নেওয়ার পর নেপাল কমিউনিস্ট পার্টি এমন ঘোষণা দিয়েছে।
কমিউনিস্ট পার্টির মুখপাত্র নারায়ণকাজি শ্রেষ্ঠা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, কেপি শর্মা ওলি এখন তাঁদের দলের কেউ নন। সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার ও পুষ্প কমল দাহাল প্রচণ্ডের সিদ্ধান্তক্রমেই কেপি শর্মা ওলিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।
এনডিটিভি জানায়, মাওবাদী নেতা প্রচণ্ডকে শর্ত অনুযায়ী ক্ষমতা হস্তান্তর না করে, নেপালি প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারিকে দিয়ে প্রধানমন্ত্রী ওলির পার্লামেন্ট ভেঙে দেওয়ায় নেপালের রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মাকে নেপালের কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কারের সিদ্ধান্তের ফলে দলের অভ্যন্তরে কোন্দল দেখা দিয়েছে। যদিও প্রকাশ্যে পার্টির কেউ তা স্বীকার করছেন না।