দুই দশক পর বাগরাম বিমানঘাঁটি ছাড়ল মার্কিন সেনারা
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক ঘাঁটি বাগরাম থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
ওই কর্মকর্তা বলেছেন, তালেবানদের সঙ্গে হওয়া শান্তিচু্ক্তির অংশ হিসেবেই আজ শুক্রবার ওই বিমানঘাঁটি খালি করে দেওয়া হয়েছে।
‘যুক্তরাষ্ট্রের সব সৈন্য এবং ন্যাটো বাহিনীর সদস্যরা বাগরাম বিমানঘাঁটি ছেড়েছে,’ নাম গোপন রাখার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন ওই কর্মকর্তা।
বাগরাম ঘাঁটি কাবুলের ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত; দুই দশক ধরে চলা আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন বাহিনী এখান থেকেই তালেবান ও অন্য জঙ্গি গোষ্ঠীগুলোর ওপর বেশিরভাগ বিমান হামলা চালাতো।
তালেবান ও আল-কায়েদার সঙ্গে লড়াইয়ের এক পর্যায়ে এ ঘাঁটিটিতে এক লাখেরও বেশি মার্কিন সেনা ছিল বলে জানিয়েছে আল জাজিরা।
বিদেশি সেনা সরে যাওয়ার পর ঘাঁটিটি এখন আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ঘাঁটিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হতে পারে বলে জানিয়েছেন আফগানিস্তানের এক কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, বাগরাম বিমানঘাঁটি ছাড়লেও আফগানিস্তানে মার্কিন বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল অস্টিন মিলার এখনো কাবুলে থাকা মার্কিন সেনাদের নিরাপত্তায় যেকোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখেন।
কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের দুই নিরাপত্তা কর্মকর্তা বলেছিলেন, ৪ জুলাইয়ের মধ্যেই যুক্তরাষ্ট্র আফগানিস্তানে থাকা বেশিরভাগ সৈন্য সরিয়ে নেবে; বাকি যারা থাকবে তারা মূলত দূতাবাস পাহারা দেবে।