দুই দিন পর আফগানিস্তানে আবার ভূমিকম্প
আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৫।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টা ৫২ মিনিটে কম্পনটি অনুভূত হয়।
আফগানিস্তানের বরাজক থেকে ৩৮ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলীয় খিঞ্জ এলাকায় ছিল ভূমিকম্পের উৎসস্থল। রাজধানী কাবুল থেকে অঞ্চলটি প্রায় ১২২ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত।
এদিকে শক্তিশালী এই ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত মঙ্গলবারও (১৭ আগস্ট) যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। তখন আফগানিস্তানে ফৈজাবাদ থেকে ৮৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে ছিল সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
সেদিন স্থানীয় সময় ভোর ৬টা ৮ মিনিট নাগাদ কম্পনটি অনুভূত হয়েছিল। এ নিয়ে শেষ ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বার ভূমিকম্প হল আফগান ভূখণ্ডে।