দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ে ট্রাম্পকে থ্যাংকসগিভিং বার্তা উত্তর কোরিয়ার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনব উপায়ে স্বল্পপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ে থ্যাংকসগিভিং ছুটির দিনের বার্তা দিয়েছে উত্তর কোরিয়া। অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে উত্তর কোরিয়ার জোরালো আবেদনে যুক্তরাষ্ট্র সাড়া না দেওয়ায় তারা ট্রাম্পকে এভাবে শুভেচ্ছা জানায়।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ঘটা করে থ্যাংকসগিভিং ডে বা কৃতজ্ঞতা দিবস পালন করা হয়েছে। বিশেষ এই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে দুটো ক্ষেপণাস্ত্র ছুড়ে বিদ্রূপাত্মক ধন্যবাদ জানিয়েছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফস ধারণা করছেন, একটি সুপার-লার্জ রকেট লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে। ক্ষেপণাস্ত্র দুটো ৬০ মাইল উচ্চতায় প্রায় ২৩৫ মাইল পথ অতিক্রম করে।