দেশ ছাড়তে চান ১৫ হাজারের বেশি রুশ ধনকুবের
ইউক্রেনে রুশ হামলার জেরে মস্কোর বিরুদ্ধে একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞায় ভবিষ্যত নিয়ে শঙ্কায় পড়েছেন রাশিয়ার ধনী ব্যক্তিরা। এ কারণে রুশ ধনকুবেরদের অনেকেই বিদেশে পাড়ি জমাতে চাইছেন। যুদ্ধের মধ্যে চলতি বছরই রাশিয়া ছাড়তে পারেন ১৫ হাজারের বেশি ধনকুবের। খবর দ্য গার্ডিয়ানের।
রুশ ধনকুবেরদের দেশ ছাড়ার এমন মনোভাবের কথা জানিয়েছে অভিবাসীদের নিয়ে কাজ করা লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাশিয়ার যেসব ব্যক্তির মোট সম্পদের পরিমাণ ১০ লাখ ডলারের বেশি, তাঁদের ১৫ শতাংশই ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এখন আর নিজ দেশে থাকতে চাইছেন না। চলতি বছরই তাঁরা রাশিয়া ছাড়তে চান। সংখ্যাটি ১৫ হাজারের বেশি।
প্রতিষ্ঠানটির গবেষক অ্যান্ড্রু অ্যামোইলস বলেন, ধনকুবেরদের রাশিয়া ছাড়ার ঘটনা নতুন নয়। গত এক দশকে রুশ ধনকুবেরদের অনেকেই বিদেশে পাড়ি জমিয়েছেন। তবে ইউক্রেন যুদ্ধ ও মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা এ প্রবণতা বাড়িয়ে দিয়েছে।
ধনকুবেরদের দেশ ছাড়ার এই প্রবণতা রাশিয়ার জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেন অ্যান্ড্রু অ্যামোইলস। তিনি বলেন, যখন একটি দেশের পতন অনিবার্য হয়ে পড়ে তার আগেই সেই দেশের ধনী ব্যক্তিরা বিদেশে পাড়ি জমাতে শুরু করেন। ইতিহাস ঘাটলে এমন অনেক ঘটনা আমরা দেখতে পাবো। তাঁরা আর নিজ দেশের অর্থনীতিকে নিরাপদ মনে করতে পারেন না। তাই ব্যক্তিগত সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা বিদেশে পাড়ি জমান। সঙ্গে নিজের সহায়–সম্পদও নিয়ে যান।
তবে চলতি বছর রাশিয়া ছেড়ে ১৫ হাজারের বেশি ধনকুবের কোথায় যাবেন, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি হেনলি অ্যান্ড পার্টনার্স। প্রতিষ্ঠানটি বলেছে, বিভিন্ন দেশের ধনী ব্যক্তিরা প্রধানত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে থিতু হতে বেশি পছন্দ করেন। কিন্তু বর্তমানে অনেকেই সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পাড়ি জমাচ্ছেন। সেখানকার বিলাসী জীবন পছন্দ করছেন। রাশিয়া ছেড়ে যাওয়া ধনকুবেরদের অনেকেই ইউএইতে থিতু হতে পারেন।
এ ছাড়া রুশ ধনকুবেরদের গন্তব্যের তালিকায় আরও থাকতে পারে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইসরায়েল, মাল্টা, মরিশাস, মোনাকো প্রভৃতি দেশ। মাল্টা, মোনাকোর মতো অনেক দেশ করস্বর্গ হিসেবে পরিচিত। সেখানকার জীবনযাপন বেশ বিলাসী। তাই রুশ ধনকুবেররা ব্যক্তিগত সম্পদের নিরাপত্তায় এসব দেশ বেছে নিতে পারেন।