দোনেৎস্কে ইউক্রেনের হামলায় ৪০ ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিহত : রাশিয়া
বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দোনেৎস্কে ইউক্রেনের হামলায় ৪০ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়।
যুদ্ধে ইউক্রেন সরকারের হাত থেকে বেদখল হয়ে যাওয়া দোনেৎস্ক অঞ্চলের ওলেনিভকা শহরে যুদ্ধবন্দিদের রাখা একটি ক্যাম্পে গোলাবর্ষণে ৪০ জন নিহত এবং অপর ৭৫ জন আহত হয়েছেন বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে, ইউক্রেনের সামরিক বাহিনী গোলাবর্ষণের অভিযোগ অস্বীকার করেছে। তারা জানায়, রাশিয়া ওই অঞ্চলে নিজেদের অত্যাচারের চিত্র ঢাকতে এই গোলাবর্ষণের তথ্য দিচ্ছে। সংবাদমাধ্যম বিবিসিও এই হতাহতের তথ্য যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।
রাশিয়ার মদদপুষ্ট দোনেৎস্ক পিপলস রিপাবলিকের মুখপাত্র ড্যানিল বেজসোনভ বলেন, ‘যুক্তরাষ্ট্রের তৈরি হিমারস কামানের মাধ্যমে দোনেৎস্কের ওলেনিভকায় একেবারে অতর্কিতভাবে উসকানিমূলক এ হামলা চালানো হয়েছে।’