দ. কোরিয়ায় গুদামে আগুন লেগে নিহত ৪০
দক্ষিণ কোরিয়ার একটি নির্মাণাধীন গুদামে আগুন লেগে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
বুধবার রাজধানী সিউল থেকে ৮০ কিলোমিটার দূরের ইনছন শহরে ওই নির্মাণাধীন গুদামে দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। সন্ধ্যা পৌনে ৭টায় আগুন নেভানো সম্ভব হয়।
দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। সংবাদ সংস্থাটি জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ৭৮ কর্মী ছিলেন। যাদের মধ্যে অনেকেরই এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। ফলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাদেশিক অগ্নিনির্বাপন বিভাগের এক প্রতিনিধি জানিয়েছেন, হতাহতের সংখ্যা জানতে তারা এখনো কাজ করছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রমিকরা দাহ্যপদার্থ থাকা একটি মোড়ক গুদামের ভূগর্ভস্থ কক্ষে বসানোর কাজ করছিলেন। এসময় এটি বিস্ফোরিত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে হতাহতের সংখ্যা বাড়তে শুরু করে।