নভেম্বরে আন্তর্জাতিক সীমান্ত খুলে দিচ্ছে অস্ট্রেলিয়া
আগামী নভেম্বর থেকে আন্তর্জাতিক সীমান্ত খুলে দিচ্ছে অস্ট্রেলিয়া। এর ফলে ২০২০ সালের মার্চ থেকে প্রায় ১৮ মাস পর দেশটিতে টিকা নেওয়া ভ্রমণকারীদের যাওয়ার পথ তৈরি হচ্ছে।
আজ শুক্রবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, যেসব রাজ্যে টিকা পাওয়ার উপযুক্তদের ৮০ শতাংশের বেশি টিকা নিয়েছেন, সেখানে সবাই স্বাধীনভাবে চলাচল করতে পারবেন। খবর বিবিসির।
প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ‘অস্ট্রেলিয়ানদের তাদের জীবন ফিরিয়ে দেওয়ার সময় এসেছে।’
দেশটিতে এখন কেবল অস্ট্রেলীয় এবং বিশেষ ক্ষেত্রে ছাড় পাওয়া ব্যক্তিরাই প্রবেশ করতে পারছেন। দেশটির নাগরিকদের বিদেশে যাওয়ায়ও নিষেধাজ্ঞা রয়েছে। ভ্রমণ অবিলম্বে বিদেশীদের জন্য উন্মুক্ত হচ্ছে না, তবে সরকার বলেছে, তারা অস্ট্রেলিয়ার উপকূলে পর্যটকদের স্বাগত জানাতে কাজ করছে।
অস্ট্রেলিয়ায় এখন নামমাত্রই ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হয়, যার খরচ পড়ে তিন হাজার অস্ট্রেলীয় ডলার। নভেম্বর থেকে এ বিধি-নিষেধ শিথিল হচ্ছে। নতুন নিয়মে টিকা নেওয়া ভ্রমণকারীদের অস্ট্রেলিয়া ঢোকার পর থাকতে হবে সাত দিনের ‘হোম কোয়ারেন্টিনে’।
সীমান্ত খোলার ঘোষণা এলেও বড় এয়ারলাইনসগুলো সতর্ক করে বলেছে, নভেম্বরের মধ্যে সব সেবা চালু করা তাদের পক্ষে সম্ভব না-ও হতে পারে।