নরওয়ের রাজকুমারীর সাবেক স্বামী আরির আত্মহত্যা
নরওয়ের রাজকুমারী মার্থা লুইসের সাবেক স্বামী ও দেশটির লেখক আরি বেহন মারা গেছেন। আরির মুখপাত্র নিশ্চিত করেছেন যে, ৪৭ বছর এই লেখক গত বুধবার আত্মহত্যা করেছেন।
বেশ কয়েকটি উপন্যাস ও নাটক রচনা করেছেন আরি বেহন। ২০০২ সালে রাজকুমারী মার্থা লুইসকে বিয়ে করেন তিনি। কিন্তু দুই বছর আগে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।
নরওয়ের বার্তা সংস্থা এনটিবির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, রাজকুমারীর সাবেক এই স্বামী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি তাঁর প্রকাশিত শেষ বই ইনফার্নোতে মানসিক সমস্যার বিরুদ্ধে নিজের লড়াই সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন।
এই দম্পতির তিন কন্যা সন্তান রয়েছে। ২০১৬ সালের আগস্টে তারা ডিভোর্সের ঘোষণা দেন। গত বুধবার বেহনের মৃত্যুর খবরে তাঁর বন্ধুবান্ধব ও বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।