নাইজারে সন্ত্রাসী হামলায় ২০ জন নিহত
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে একটি সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রোববার গভীর রাতে দেশটির গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
আর্জেন্স তিল্লাবেরি নামের একটি এনজিও এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার মোটরসাইকেলে করে বেশ কয়েকজন অস্ত্রবাহী লোক আঞ্জুরো অঞ্চলের গাদাবো, জিবনে-কইরা জেনো ও জিবনে-তেগুই গ্রামে আক্রমণ করে। এরপর সেখানে এসব হতাহতের ঘটনা ঘটে।
অঞ্চলটিতে জরুরি অবস্থা বাড়ানোর একদিন পরই এই মারাত্মক হামলাটি ঘটল।
নাইজার নিউজ এজেন্সি (এপিএন) জানিয়েছে, স্থানীয় জনগণের সুরক্ষার জন্য প্রশাসনিক কর্তৃপক্ষ ও ওই এলাকায় মোতায়েন করা সুরক্ষা বাহিনীকে প্রয়োজনীয় আইনী ক্ষমতা দেওয়ার জন্য সেখানে জরুরি অবস্থা বাড়ানো হয়।
২০১৭ সাল থেকেই তিল্লাবেড়ি অঞ্চলটি সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে। উত্তর মালির সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকেই এসব হামলার জন্য দোষারোপ করা হয়।
এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।