নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৬
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে নাইজার সীমান্তবর্তী একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় ১৬ জন নিহত ও অপর নয়জন আহত হয়েছে। শুক্রবার স্থানীয় এক কর্মকর্তা ও এক বাসিন্দা এ কথা জানিয়েছেন। খবর এএফপির।
খবরে বলা হয়, সোকোতো রাজ্যের তরা গ্রামে ভোরের দিকে চালানো এ হামলা হচ্ছে স্থানীয়ভাবে ‘ডাকাত’ হিসেবে পরিচিত অপরাধী চক্রের সর্বশেষ হামলা।
স্থানীয় বাসিন্দা লয়ালি উমেহ বলেন, ‘বন্দুকধারীরা মটরসাইকেলে করে এসে এ গ্রামে বেপরোয়া হামলা চালায়।’
উমেহ আরও বলেন, ‘আমরা আজ বিকেলে ১৬টি লাশ দাফন করেছি।’
ওই এলাকার কর্মকর্তা সাইদু নাইনো ইব্রাহিম মৃতের সংখ্যা নিশ্চিত করে জানান, আহতদের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাইনো ইব্রাহিম বলেন, ‘হামলাকারীরা শতাধিক গরু নিয়ে গেছে।’