নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য নিহত
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নির্বাচন কর্মকর্তাদের একটি দলকে পাহারা দেওয়ার সময় সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১৪ সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাজধানী নিয়ামি থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিমাঞ্চলীয় সানাম গ্রামে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে।
সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে এসে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর এ হামলা চালায় বলে জানা গেছে।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা হামলা চালালেও নিহত সন্ত্রাসীদের সংখ্যা জানা যায়নি। কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার দেশগুলোতে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। বুরকিনা ফাসো এবং মালির পাশাপাশি সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ার সেনাবাহিনীর ওপরও বেশ কিছু প্রাণঘাতী হামলা হয়েছে।