নাইজেরিয়ায় ২০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, বহু নিখোঁজ
আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে ২০০ যাত্রী নিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল বুধবার দেশটির কেব্বি রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। খবর রয়টার্সের।
কেব্বি সরকারের মুখপাত্র ইয়াহইয়া সারকি বলেছেন, রাজ্যের ক্যানজি হ্রদের তীরে অবস্থিত শহর ওয়ারার কাছে কাঠের ওই নৌকাটি ডুবে যায়। ক্যানজি হ্রদটি দেশটির উত্তর-পশ্চিমে নাইজার নদীর একটি অংশ।
প্রায় ২০০ যাত্রী নিয়ে পার্শ্ববর্তী দেশ নাইজার থেকে নৌকাটি নাইজেরিয়ায় আসার পথে ওই দুর্ঘটনা ঘটে।
ইয়াহইয়া সারকি বলেছেন, ‘মরদেহগুলো এখনও উদ্ধার করা হচ্ছে। আমরা আপাতত সংখ্যাটি শনাক্ত করতে পারিনি।’
নাইজেরিয়ায় প্রায় নৌকাডুবি হয়ে থাকে। অতিরিক্ত যাত্রী বোঝাই করা, খারাপ আবহাওয়া, অনিয়মের কারণেই মূলত এসব দুর্ঘটনা ঘটে। তবে গতকাল বুধবার যে দুর্ঘটনা ঘটেছে সেটিতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় জেলা প্রশাসক আবদুল্লাহি বুহারি ওয়ারা বলেন, অতিরিক্ত যাত্রীর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নৌকাটির ধারণক্ষমতা ছিল মাত্র ৮০ জনের।