নাভালনিকে বিষ প্রয়োগ : রাশিয়ার বিরুদ্ধে মুখ খুললেন অ্যাঙ্গেলা মেরকেল
রাশিয়ার বিরুদ্ধে এবার মুখ খুললেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনিকে বিষ দিয়ে হত্যার ষড়যন্ত্রের জবাবদিহি চাইল জার্মানি। বিষয়টি নিয়ে ইউরোপের কূটনৈতিক মঞ্চেও আলোচনার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। সংবাদমাধ্যম বিবিসি ও ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।
কিছুদিন আগে রাশিয়া থেকে জার্মানিতে চিকিৎসা করাতে আসেন ভ্লাদিমির পুতিনের সব চেয়ে বড় সমালোচক এবং রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনি। চিকিৎসকরা তখনই অনুমান করেছিলেন, নাভালনির শরীরে বিষ রয়েছে।
চিকিৎসকরা জানিয়েছিলেন, স্নায়ুর ক্ষতি হয়, এমন বিষ দেওয়া হয়েছে নাভালনিকে। সম্প্রতি জার্মান সেনাবাহিনীর এক হাসপাতালে পুনরায় নাভালনির শরীরে বিষের পরীক্ষা হয়। পরীক্ষায় স্পষ্ট হয়, নাভালনিকে বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। এর পরই বিষয়টি নিয়ে মুখ খোলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।
জার্মান চ্যান্সেলর আজ বৃহস্পতিবার বলেছেন, নাভালনিকে যে হত্যার চেষ্টা হয়েছে, তার স্পষ্ট প্রমাণ মিলেছে। এবার রাশিয়াকেই এর জবাব দিতে হবে। গোটা বিশ্বকে জানাতে হবে, কেন বিরোধী রাজনীতির মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল।
রাশিয়াকে অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করেছেন মেরকেল। তাঁর বক্তব্য, কীভাবে এ ঘটনা ঘটল, কারা ঘটালেন, এসব তথ্য বিশ্বকে জানাতে হবে। রাশিয়াকে সে দায়িত্ব নিতে হবে।
এর আগেও জার্মানি নাভালনির ওপর আক্রমণের বিরুদ্ধে মুখ খুলেছিল।
ডয়েচে ভেলে জানাচ্ছে, বার্লিনে অবস্থিত রাশিয়ার দূতাবাসের রাষ্ট্রদূতকে তলব করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। তাঁর কাছেও বিষয়টি নিয়ে জানতে চাওয়া হবে। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নেও জার্মানি বিষয়টি নিয়ে আলোচনা চাইবে বলে কূটনৈতিক সূত্রে জানানো হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে জার্মানি বিষয়টিকে সরাসরি হত্যার ষড়যন্ত্র বলে দাবি করবে।
চিকিৎসকরা জানিয়েছেন, শরীরে বিষ থাকলেও নাভালনির শারীরিক অবস্থা স্থিতিশীল। রাশিয়ায় পুতিনের সবচেয়ে বড় সমালোচক নাভালনি। পুতিনের বিরুদ্ধে জনমতও তৈরি করতে পেরেছেন তিনি। সে কারণেই তাঁকে হত্যার চেষ্টা হয়েছিল বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।
এদিকে ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনিকে ‘নোভিচক নার্ভ এজেন্ট’ নামের বিষ প্রয়োগে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মস্কোর কাছে এ বিষয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।
স্টলটেনবার্গ এক বিবৃতিতে বলেন, ‘জার্মান সরকার ঘোষণা করেছে যে নাভালনিকে নোভিচক গ্রুপের নার্ভ এজেন্ট রাসায়নিক বিষ প্রয়োগ করা হয়েছে। এটি দুঃখজনক এবং আমি এর নিন্দা জানাই।’
বার্লিন বলেছে, জার্মান সশস্ত্র বাহিনীর রাসায়নিক অস্ত্র পরীক্ষাগারে টেস্ট করে ‘স্পস্ট প্রমাণ’ পাওয়া গেছে যে, নাভালনিকে নোভিচক গ্রুপের বিষ প্রয়োগ করা হয়েছে। এর আগে এই স্নায়ু বিষ ২০১৮ সালে যুক্তরাজ্যের সাবেক একজন গোয়েন্দার ওপর প্রয়োগ করা হয়েছিল। স্টলটেনবার্গ বলেন, সামরিক রাসায়নিক অস্ত্র হিসেবে এই নার্ভ এজেন্ট তৈরি ও ব্যবহারের বিষয়ে রুশ কর্তৃপক্ষের সম্পূর্ণ ও স্বচ্ছ তদন্ত জরুরি। তিনি এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।