নিউজিল্যান্ডে এই প্রথম নতুন কেউ করোনায় আক্রান্ত নেই
গত ১৬ মার্চের পর এই প্রথম নিউজিল্যান্ডে কোনো নতুন কোভিড-১৯ রোগী ধরা পড়েনি। আজ সোমবার এ তথ্য জানিয়েছেন নিউজিল্যান্ডের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড।
অ্যাশলে ব্লুমফিল্ড বলেন, ‘বিষয়টি আনন্দ উদযাপনের কারণ বটে, ...সবার সম্মিলিত চেষ্টার প্রতিফলন ঘটায় এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ঘটনা।’ তবে তিনি সতর্ক থাকার কথাও বলেছেন। তিনি বলেন, ‘আমি কাউকে হতাশ করতে চাই না। তবে আবারও বলছি, আমাদের নিয়মিত সতর্কতা অবলম্বন করে চলতে হবে।’ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনাজনিত কোভিড-১৯ সংক্রান্ত রোগে মারা গেছেন ২০ জন। সব মিলিয়ে নিউজিল্যান্ডে এক হাজার ১৩৭ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। গত সপ্তাহে নিউজিল্যান্ডে সংক্রমণের সংখ্যা ছিল প্রতিদিন এক অঙ্কে। ইতোমধ্যে দেশটিতে লকডাউন শিথিল করা হয়েছে সীমিত আকারে।