নিউজিল্যান্ডে লকডাউন শিথিল
নিউজিল্যান্ডে করোনাভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউনের পর আজ মঙ্গলবার থেকে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। করোনাভাইরাস নির্মূল হয়েছে জানিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
নিউজিল্যান্ডে কিছু ব্যবসাক্ষেত্র, স্বাস্থ্যসেবা ও স্কুল আজ থেকে খোলার কথা বলা হয়েছে। তবে এখনো সবাইকে ঘরে থাকার জন্য এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বলা হয়েছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন জানান, বর্তমানে নিউজিল্যান্ডে করোনাভাইরাস নির্মূল হয়েছে।
জেসিন্ডা আরো জানান, দেশটিতে অর্থনীতি সচল হচ্ছে, কিন্তু সামাজিক দূরত্ব এখনো বজায় থাকবে।
তবে কর্মকর্তারা সতর্ক করে বলছেন, তার মানে এই নয় যে করোনাভাইরাস পুরোপুরি বিদায় নিয়েছে।
নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে গত সপ্তাহে এক বক্তৃতায় জেসিন্ডা আরডার্ন জানিয়েছিলেন, করোনা নির্মূলের লড়াইয়ে সুযোগ নিয়েছে নিউজিল্যান্ড। এবং নিউজিল্যান্ডে করোনায় আক্রান্তের সংখ্যা এতই কম যে, আক্রান্তরা ফোন দিলেই কথা বলতে পারেন তিনি।
জেসিন্ডা বলেছিলেন, ‘আমরা যা করেছি, খুব কম দেশই তা করতে পেরেছে। আমরা একটি বিপর্যয়ের ধাক্কা রুখে দিয়েছি। আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ব্যক্তিদের হার অনেক কম।’
নিউজিল্যান্ডে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৭২ জন। এর মধ্যে ১ হাজার ২১৪ জনই সুস্থ হয়েছে। এ ছাড়া মৃত্যু হয়েছে ১৯ জনের।