নির্বাচনের দাবিতে হংকংয়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৩০০
চীনের বিশেষ আইন লঙ্ঘন করে নির্বাচনের দাবিতে রোববার হংকংয়ের বিপুলসংখ্যক মানুষ রাস্তায় আসে। এদিন প্রায় ৩০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডয়েচে ভেলে এক প্রতিবেদনে জানায়, নির্বাচন বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামে হংকংবাসী। সেখান থেকে এ গ্রেপ্তারের ঘটনা ঘটে।
হংকংয়ের পুলিশ বিভাগ টুইট করে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে। তবে সেখানে বলা হয়েছে, গ্রেপ্তার নয়, প্রতিবাদীদের আটক করা হয়েছে।
এ মাসেই হংকংয়ের আইনসভা নির্বাচন হওয়ার কথা ছিল। এই আইনসভাতে ৫০ শতাংশ প্রতিনিধি জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হন। বাকি ৫০ শতাংশ হন মনোনীত। মনোনীত প্রার্থীরা বেশির ভাগই চীনের কমিউনিস্ট শাসকদের অনুগত।
তবে গণতন্ত্রপন্থীদের ধারণা ছিল, ভোট হলে বাকি ৫০ শতাংশ আসনের বেশির ভাগই তাদের দখলে আসত। ভোট হলে গণতন্ত্রপন্থীদের দিকে ক্ষমতা চলে যাবে, এমন আশঙ্কা চীনঘেঁষা বর্তমান শাসকদেরও।
বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, সে কারণেই ভোট আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। যদিও কর্তৃপক্ষ বলছে, করোনার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণতন্ত্রপন্থীদের বক্তব্য, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত হংকংয়ে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৬০০। অন্য দেশের তুলনায় যা কোনো সংখ্যাই নয়। এই পরিস্থিতিতে করোনার জন্য ভোট পিছিয়ে দেওয়া কোনো যুক্তি হতে পারে না। সে কারণেই রোববার বিপুল মানুষ বিক্ষোভে নামে।
এদিকে কিছুদিন আগেই হংকংয়ে বিশেষ আইন চালু করেছে চীন। যে আইনের বলে চীন শাসিত অঞ্চলটিতে সব ধরনের বিক্ষোভ-আন্দোলন নিষিদ্ধ করা হয়েছে। একের পর এক প্রতিবাদীকে গ্রেপ্তার করছে পুলিশ।