নির্বাচনের দিন হোয়াইট হাউসেই ট্রাম্পের ‘ইলেকশন নাইট’ পার্টি
মার্কিন নির্বাচনের দিন ৩ নভেম্বর হোয়াইট হাউসেই ‘ইলেকশন নাইট’ পার্টি করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ওয়াশিংটনে ট্রাম্প হোটেলে এই পার্টি করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু বিপুল পরিমাণ সমর্থকদের জন্য জায়গা দিতে না পারার আশঙ্কায় স্থান পরিবর্তন করা হয়েছে।
সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, প্রেসিডেন্টের অফিস হোয়াইট হাউসের পূর্বদিকের একটি কক্ষে ট্রাম্প এই ‘ইলেকশন নাইট’ পার্টি করবেন। যে কক্ষের সামনে কয়েকশ সমর্থকের জায়গা হতে পারে।
নির্বাচনের দিন সন্ধ্যা থেকে ফলাফল পাওয়া পর্যন্ত সমর্থকদের সঙ্গে সেখানেই সময় কাটাবেন ট্রাম্প। তবে কিছু সময়ের জন্য তাঁর মালিকানাধীন ট্রাম্প হোটেলে গিয়ে ফলাফলের জন্য অপেক্ষারত সমর্থকদের সঙ্গে দেখা করে আসবেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই গোপন পরিকল্পনার কথা নিউইয়র্ক টাইমস জানালেও হোয়াইট হাউসের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করা হয়নি।