নিলামে নোবেল পুরস্কারের মেডেল বেচলেন রুশ সাংবাদিক
ইউক্রেন যুদ্ধে বাস্তুহারা শিশুদের সহায়তায় অর্থ সংগ্রহ করতে নোবেল শান্তি পুরস্কারে পাওয়া মেডেল নিলামে তুলে বিক্রি করে দিয়েছেন রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতোভ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হেরিটেজ অকশন আয়োজিত নিলামে সাংবাদিক মুরাতোভের নোবেল শান্তি পুরস্কারের মেডেলটি ১০৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ৯৬১ কোটি ৯৯ লাখেরও বেশি টাকায় বিক্রি হয়। তবে ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি ফোনে মেডেলটি এই দামে কিনবেন বলে নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের তথ্য মতে, নোবেল পুরস্কারের মেডেল এর আগে সর্বোচ্চ পাঁচ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। সে অনুযায়ী রুশ সাংবাদিকের মেডেলটি ইতিহাসের সবচেয়ে বেশি দামে বিক্রি হলো।
রাশিয়ার স্বাধীন সংবাদপত্র নোভায়া গ্যাজেট এর এডিটর-ইন-চিফ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক দিমিত্রি মুরাতোভ ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সঙ্গে যৌথভাবে ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে যেসব শিশু ঘরহারা হয়েছে তাদের পেছনে ব্যয়ের জন্য নিলামের পুরো অর্থই পাবে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।