নেপালে আট ভারতীয় পর্যটকের মৃত্যু
নেপালে একই পরিবারের আট ভারতীয় পর্যটক মারা গেছেন। হোটেল থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর চিকিৎসাধীন থাকাকালে তাঁদের মৃত্য ঘটে। বাসস এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
আটজনকে ধামানের একটি হোটেল রুম থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। রাজধানী কাঠমান্ডু থেকে ৫৫ কিলোমিটার দূরে জনপ্রিয় পর্যটন জেলা মাকাওনপুরে ধামান অবস্থিত।
পুলিশের মুখপাত্র শৈলেষ থাপা চেত্রি বলেন, ‘সকালে তাঁদের অচেতন অবস্থায় পাওয়ার পর বিমানে করে কাঠমান্ডুতে আনা হয়। কিন্তু চিকিৎসার সময়ে তাঁরা মারা যান।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা থেকে ওই আটজন হোটেল রুম উষ্ণ করতে গ্যাস হিটার ব্যবহার করছিল বলে জানায় পুলিশ।
শৈলেষ থাপা বলেন, ‘আমরা ধারণা করছি দমবন্ধ হয়ে তাঁরা মারা গেছেন। ময়না তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’