নেপালে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৬
নেপালে ট্রাকের সঙ্গে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সটির চালকসহ ছয় যাত্রী নিহত হয়।
বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় শনিবার রাতে সুনসারি জেলার হরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, উদয়পুর জেলার গাইঘাট এলাকার বিরাটনগর হাসপাতালে শিব মায়া নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে ফিরছিলেন স্বজনরা। অ্যাম্বুলন্সেটি হরিপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ অ্যাম্বুলেন্সের ছয় যাত্রীর প্রাণহানি ঘটে।
পুলিশ আরো বলেছে, দুর্ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত হন। বর্তমানে একটি সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।