নেপালে বাস নদীতে পড়ে নিহত ১৭
নেপালের মধ্যাঞ্চলে একটি যাত্রীবাহী বাস রাস্তা থেকে ছিটকে নদীতে পড়ে সাত শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। গতকাল রোববার বাসটি নেপালের সিন্ধুপালচৌক জেলা থেকে রাজধানী কাঠমান্ডু যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানায়, যাত্রীবোঝাই বাসটি নদীতে পড়ে প্রায় ৫০ মিটার গভীরে তলিয়ে যায়। দুর্ঘটনায় ১৭ জন নিহতের পাশাপাশি বাসটির অর্ধশতাধিক আরোহী আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর পুলিশের সঙ্গে স্থানীয় লোকজন ও সেনাবাহিনী উদ্ধার অভিযানে নামে। এখনো কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী থাকায় বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আর এ জন্যই হাইওয়ে থেকে ছিটকে পড়ে বাসটি দুর্ঘটনার শিকার হয় বলে জানায় স্থানীয় পুলিশ।