নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত
নেপালের সিন্ধুপালচক জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ১৬ জন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, বাসটি কালিনচক মন্দির থেকে পুণ্যার্থীদের ফেরত নিয়ে যাচ্ছিল। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছে পুলিশ।
সিন্ধুপালচক জেলা পুলিশের মুখপাত্র গণেশ খানাল সংবাদমাধ্যম সিনহুয়াকে জানান, ৩২ জন যাত্রী নিয়ে কালিনচক থেকে কাঠমান্ডু যাওয়ার পথে সানকশি নামক এলাকায় বাসটি সড়ক থেকে কয়েকশ মিটার নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। পরে আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পর আরো দুজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের নিকটবর্তী স্থানীয় হাসপাতাল ও কাঠমান্ডুতে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এখন পর্যন্ত নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।