নেপাল ও ভারতে ভারী বর্ষণ ও ভূমিধসে নিহত ৪৮
এশিয়ার দুই দেশ নেপাল ও ভারতে গত কয়েক দিনের ভারী বর্ষণ ও ভূমিধসে ৪৮ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি ও রয়টার্স।
গত শুক্রবার পুলিশ কর্মকর্তা নারায়ণ ডাঙ্গি এএফপিকে বলেন, পশ্চিম নেপালে ভূমিধসে শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। এসব বাড়িঘরের নীচে চাপা পড়ে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১১ জন। এখনো একজন নিখোঁজ রয়েছে। তাঁর খোঁজে উদ্ধারকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নেপালের সরকারি তথ্য মতে, চলতি বছর আকস্মিক বন্যা ও ভূমিধসে সারা দেশে অন্তত ৭০ জন নিহত হয়েছে। এ ছাড়া ১৩ জন নিখোঁজ রয়েছে।
এদিকে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশের সীমান্তে গত শুক্রবার থেকে ভারী বৃষ্টিতে ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ভারত সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে উত্তর প্রদেশের লখনউয়ের ৯ শ্রমিকও রয়েছে।
পুলিশ কমিশনার (আইন শৃঙ্খলা) পীযূষ মোর্দিয়া সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘কয়েকজন শ্রমিক দিলকুশা এলাকায় একটি আর্মি ছিটমহলের বাইরে কুঁড়েঘরে বসবাস করছিলেন। প্রবল বৃষ্টির কারণে আর্মি ছিটমহলের সীমানা প্রাচীর ধসে পড়লে সেখানে ৯ জনের মৃত্যু হয়।