ন্যাটোতে ফিনল্যান্ডের আনুষ্ঠানিক যোগদান কাল
আগামীকাল মঙ্গলবার (৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে সামরিক জোট ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড। এদিনেই ফিনল্যান্ডের পতাকা উত্তোলিত হবে ব্রাসেলসে ন্যাটোর হেডকোয়ার্টারের সামনে। জোটের ৩১তম সদস্য হিসেবে যুক্ত হতে যাচ্ছে ফিনিশরা। সামরিক জোটটির প্রধান জেনস স্টলটেনবার্গ এ তথ্য জানিয়েছেন। আজ সোমবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ঐতিহাসিক বৈঠকের আগ মুহূর্তে সাংবাদিকদের স্টলটেনবার্গ বলেন, ‘৩১তম দেশ হিসেবে আগামীকাল ফিনল্যান্ড ন্যাটোতে যুক্ত হচ্ছে। আমরা তাদের স্বাগত জানায়।’
প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস বলছে, গত বছর ইউক্রেনে সামরিক আগ্রাসন চালায় রাশিয়া। এরপরেই প্রতিবেশী দুদেশের মধ্যে যুদ্ধ বাধে। এতে করে গোটা ইউরোপের নিরাপত্তা হুমকিতে রয়েছে।
ইউরোজোনে অন্তর্ভুক্ত হওয়ার পরেও সামরিক ক্ষেত্রে এখনও কোনো সহযোগিতায় যায়নি সুইডেন ও ফিনল্যান্ড। মস্কোর সীমান্তবর্তী দেশ দুটি নিজেদের মধ্যে শুধুই ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক বজায় রেখেছিল। তবে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সব হিসাবনিকাশ পাল্টে দিয়েছে। ইউরোজোনে যুক্ত হওয়ার কয়েক দশক পর ন্যাটোর ছায়াতলে যাচ্ছে তারা।
এদিকে, ন্যাটোতে যোগ দেওয়ার জন্য সমস্ত কাগজপত্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিনকেনের কাছে জমা দিয়েছে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। কারণ, ন্যাটোর প্রতিষ্ঠাতা চুক্তির রক্ষক যুক্তরাষ্ট্র।