ন্যাটোয় যোগ দিতে যাচ্ছে ফিনল্যান্ড ও সুইডেন
ইউরোপভিত্তিক দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সঙ্গে শিগগিরই যোগ দিতে যাচ্ছে ফিনল্যান্ড ও সুইডেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে।
রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর দেশ দুটি সামরিক এই জোটে প্রবেশের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।
ন্যাটোর কর্মকর্তারা সিএনএনকে বলেছেন, রাশিয়ার আগ্রাসনের পর সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যুক্ত হওয়ার আলোচনা জোরেশোরে শুরু হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা সিএনএনকে বলেন, ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের এ সপ্তাহের বৈঠকে ফিনল্যান্ড ও সুইডেনের মন্ত্রীরাও যোগ দিয়েছিলেন। এবারের বৈঠকে দুটি দেশের যোগ দেওয়া নিয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়েছে।
কিছুদিন আগেও যেখানে ফিনল্যান্ড ও সুইডেনের সাধারণ মানুষের মধ্যে ন্যাটো জোটে যোগ দেওয়া নিয়ে আগ্রহ ছিল না। সেখানে ইউক্রেনে হামলা চালানোর পর দুটি দেশের অধিকাংশ মানুষই ন্যাটোতে যোগ দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন।
গত শুক্রবার ফিনিশ প্রধানমন্ত্রী সানা মারিন বলেছেন, ন্যাটোর সম্ভাব্য সদস্যপদ নিয়ে আসছে সপ্তাহে তাদের পার্লামেন্টে আলোচনা শুরু করা হবে। আগামী মধ্য গ্রীষ্মের আগেই বিষয়টি নিয়ে আলোচনা শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
সুইডেনের প্রধানমন্ত্রী মাগদেলেনা অ্যান্ডারসন গত মাসে দেশটির একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ন্যাটোর সদস্যপদ নিয়ে স্পষ্ট কিছু বলতে চাননি। তবে সুইডেনের এক শীর্ষ সরকারি কর্মকর্তা বলেছেন, পার্শ্ববর্তী দেশ ফিনল্যান্ড কী পদক্ষেপ নেয়, তা পর্যালোচনা করে তাঁর দেশ সিদ্ধান্ত নিতে পারে।