‘ন্যাটো কি রাশিয়া চালাচ্ছে’, প্রশ্ন জেলেনস্কির
ন্যাটো জোটের সমরাস্ত্রের ‘১ শতাংশ’ ইউক্রেনের প্রতিরক্ষার জন্য মোতায়েন করতে পশ্চিমা সরকারদের প্রতি আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে ন্যাটো জোটের সমালোচনাও করেছেন তিনি।
স্থানীয় সময় শনিবার গভীর রাতে এক আবেগপ্রবণ ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউরোপে (ইউক্রেনের) স্বাধীনতাকে রক্ষা করতে পারে যেসব ভারী অস্ত্র, সেগুলোর মজুদে কেবল ধুলোই জমছে।
ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়ার যুদ্ধবিমানকে মেশিনগান দিয়ে গুলি করে ভূপাতিত করা সম্ভব নয়।
এ সময় জেলেনস্কি ন্যাটোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘ন্যাটো কী করছে? এটা কি রাশিয়া চালাচ্ছে? তারা কিসের জন্য অপেক্ষা করছে? (রুশ হামলার) ৩১ দিন হয়ে গেছে। ন্যাটোর কাছে যে (অস্ত্রভাণ্ডার) রয়েছে, আমরা তার মাত্র ১ শতাংশ চাইছি, এর বেশি তো নয়।’
এদিকে, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার বিবিসিকে বলেছেন, তাঁর দেশ সোভিয়েত-আমলের এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠাতে ইচ্ছুক। তবে, এর বিনিময়ে অন্য কোনো যুদ্ধাস্ত্র তাদের দিতে হবে।