পদত্যাগের পর ফের লেবাননের ক্ষমতায় সাদ হারিরি
গণবিক্ষোভের মুখে পদত্যাগ করলেও ফের লেবাননের প্রধানমন্ত্রী হলেন সাদ হারিরি। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার লেবাননের প্রেসিডেন্ট দেশটিতে নতুন সরকার গঠনের জন্য সুন্নি রাজনীতিবিদ সাদ হারিরিকে মনোনীত করেন।
প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শের পর পার্লামেন্টের এমপিদের সমর্থন আদায় করে নেন হারিরি। যদিও শিয়া মতাদর্শী হিজবুল্লাহ তাঁদের সমর্থন স্পষ্ট করেনি। ফলে ক্ষমতা ভাগাভাগি এবং মন্ত্রিসভা গঠন নিয়ে তাঁকে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।
গত বছর হারিরির জোট সরকারের দুর্নীতি, নিত্যপণ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামে লেবাননের মানুষ। বিক্ষোভে বন্ধ থাকে ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান। টানা বিক্ষোভের মুখে পদত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী হারিরি।