পদত্যাগ করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন : রয়টার্স
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন আগামীকাল সোমবার পদত্যাগ করবেন বলে জানা গেছে।
‘মালয়েশিয়াকিনি’ নামের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।
সূত্রের বরাত দিয়ে মালয়েশিয়াকিনি জানায়, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সমর্থন হারানোয় আগামীকাল সোমবার (১৬ আগস্ট) পদত্যাগ করবেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।
সোমবার মালয়েশিয়ার রাজার সঙ্গে দেখা করে পদত্যাগের আবেদন জানাবেন তিনি।