পরমাণু বিদ্যুৎকেন্দ্র নিজেদের গ্রিডে যুক্ত করতে চায় রাশিয়া : ইউক্রেন
ইউক্রেনের জাপোরিজ্জিয়া পরমাণুভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটিকে ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করে নিজেদের গ্রিডে যুক্ত করতে চাইছে রাশিয়া। ইউক্রেন সরকার এমন অভিযোগ করেছে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ইউক্রেনের পরমাণু কর্তৃপক্ষ ‘এনারগোটম’ আশঙ্কা প্রকাশ করেছে, রাশিয়া ‘অদূর ভবিষ্যতে’ ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে জাপোরিজ্জিয়া পারমানবিক বিদ্যুৎকেন্দ্রটি বিচ্ছিন্ন করতে চায়।
এনারগোটম এক বিবৃতিতে বলেছে, ‘রাশিয়ার দখলদারেরা সেখানে (জাপোরিজ্জিয়া) বড় পর্যায়ের উসকানিমূলক কিছু করতে যাচ্ছে। রাশিয়ার সেনারা ডিজেল জেনারেটরের জ্বালানি সরবরাহকারী খুঁজছে। বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়ার জন্যই জেনারেটরের প্রয়োজন হয়ে থাকতে পারে।’
এর আগে রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘জাপোরিজ্জিয়া বিদ্যুৎকেন্দ্রটি ইউক্রেনের গ্রিড থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে ইউক্রেন যদি এর বিদ্যুতের জন্য অর্থ দিতে অস্বীকৃতি জানায়।’
তবে, বিচ্ছিন্ন করে এটি রাশিয়ার গ্রিডে যুক্ত করতে চাইলে কারিগরি কাজে কয়েক বছর লাগবে বলেও জানিয়েছে এনারগোটম।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালু করে রাশিয়া। এর দু সপ্তাহের মধ্যেই মার্চের শুরুতে জাপোরিজ্জিয়া পরমাণুভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার দখলে চলে যায়। যুদ্ধ শুরুর আগে ইউরোপের সবচেয়ে বড় এই পরমাণুভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের মোট চাহিদার ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হতো। বর্তমানে ইউক্রেনীয় কর্মীদের দ্বারা এটি কোনো মতে উৎপাদন চালু থাকলেও নিয়ন্ত্রণ রয়েছে রুশ সামরিক বাহিনীর হাতে। বিদ্যুৎকেন্দ্র থেকে সেনা প্রত্যাহারের আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করেছে রাশিয়া।