পরিবারের অমতে বিয়ে, ৭৯ বছর সংসার করে বিশ্ব রেকর্ড
একটি বা দুটি বছর নয়, পরিবারের অমতে প্রেমের পর বিয়ে করে তাঁদের ৭৯ বছরের সংসার। দীর্ঘ দাম্পত্যের রেকর্ড গড়ে এবার ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে’ জায়গা করে নিলেন ইকুয়েডরের এক দম্পতি।
সেই ১৯৪১ সাল থেকে ২০২০, গুনে গুনে ৭৯ বছরের সংসার তাঁদের। আর এ কারণেই জুলিও সিজার মোরা এবং ওয়ালড্রামিনা ম্যাক্লোভিয়া কুইন্টেরোস দম্পতি প্রথিবীর সবচেয়ে দীর্ঘ দাম্পত্যের রেকর্ড গড়লেন।
মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, ইকুয়েডরের রাজধানী কিটোতে বসবাসকারী সিজার মোরার বর্তমান বয়স ১১০ বছর। অন্যদিকে তাঁর স্ত্রী কুইন্টেরোসের বয়স ১০৪ বছর।
রেকর্ড গড়া এই দম্পতির প্রথম দেখা হয়েছিল স্কুল ছুটির এক সময়। কুইন্টেরোসের বোনের সঙ্গে মোরার চাচাতো ভাইয়ের বিয়ে হওয়ায় পারিবারিকভাবে তাঁদের পরিচয় হয়। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সাত বছরের প্রেমের পর ১৯৪১ সালের ৭ ফেব্রুয়ারি তাঁরা বিয়ে করেন।
তবে প্রথমে মোরা-কুইন্টেরোস দম্পতি তাঁদের বিয়ের কথা গোপন রাখেন। কারণ দুই পরিবারে কেউই তাঁদের বিয়েতে রাজি ছিল না।
মোরা-কুইন্টেরোস দম্পতির পাঁচ সন্তান রয়েছে। তাঁরা সবাই যার যার জীবনে প্রতিষ্ঠিত। বর্তমানে ১১ জন নাতি-নাতনি, ২১ জন প্রপৌত্র ও নয়জন প্রপৌত্রের সন্তান নিয়ে বিশাল এক পরিবার রয়েছে এই দম্পতির।