পশ্চিমাদের পাঠানো অস্ত্রবাহী উড়োজাহাজ ভূপাতিত করা হয়েছে : রাশিয়া
ইউক্রেনের জন্য পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্রবাহী একটি সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। রুশ বার্তা সংস্থা তাস-এর বরাতে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ শনিবার বলেছেন, ‘ইউক্রেনের উদ্দেশে পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্রের একটি বড় চালানবাহী উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করেছে রাশিয়ার উড়োজাহাজ-বিধ্বংসী প্রতিরক্ষা বাহিনী।’
ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওডেসা শহরে ওই উড়োজাহাজটি ভূপাতিত করা হয় বলে দাবি রাশিয়ার।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাশিয়ার সামরিক চৌকস দল ইউক্রেন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা ৬৭টি এলাকায় সেনা নিধন এবং সামরিক সরঞ্জাম নষ্ট করেছে বলেও দাবি করেন মেজর জেনারেল ইগর কোনাশেনকভ।
তবে, রাশিয়ার এসব দাবির সত্যতার বিষয়ে নিশ্চিত হতে পারেনি বিবিসি।