পশ্চিমারা নিষেধাজ্ঞা দিয়ে নিজেরাই গোল খেয়েছে : পুতিন
পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে নিজেদের দেশেরই অর্থনীতির ক্ষতি বয়ে এনেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার অর্থনীতি নিয়ে কথা বলার সময় ফুটবল খেলার উপমা ব্যবহার করে পুতিন বলেন, ‘ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নানাবিধ নিষেধাজ্ঞা জারির মাধ্যমে পশ্চিমা দেশগুলো নিজেদের জালেই গোল করেছে। এর ফলে পশ্চিমা অর্থনীতি বিপর্যয়ের দিকে এগিয়েছে।’
মুদ্রাস্ফীতি প্রসঙ্গে ভ্লাদিমির পুতিন বলেন, ‘রাশিয়ায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসার পথে। দেশের নিত্যপণ্যের চাহিদাও স্বাভাবিক হয়ে গেছে।’
এর আগে পুতিন রাশিয়ার শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের উদ্দেশে এক ভিডিও বক্তৃতায় বলেন, ‘অর্থনীতিকে বিশেষ সহায়তা করতে এবারের বাজেটকে কাজে লাগাতে হবে।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র দেশগুলো একের পর এক রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে।