পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি তরুণ নিহত
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে। পশ্চিম তীরের জেরিকো শহরের কাছে একটি শরণার্থী শিবিরে এ হত্যাকাণ্ড ঘটায় ইসরায়েলি বাহিনী।
নিতহ ওই ফিলিস্তিনি তরুণের নাম আহমদ ইব্রাহীম ওয়াইদাত (২০)। মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব নিউজ।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আকাবাত জাবের শরণার্থী শিবিরে আজ ভোরে মাথায় বুলেটের আঘাতে গুরুতর আহত হয়ে মারা যায় ইব্রাহিম ওয়াইদাত।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।