পাঁচ বছরের বেতনের সমপরিমাণ বোনাস পাচ্ছে যে কোম্পানির কর্মীরা!
কোম্পানিটিতে কাজ করে তিন হাজার ১০০ কর্মী। কোম্পানির বার্ষিক সাফল্য উদযাপনের অংশ হিসেবে সমস্ত কর্মীদের পাঁচ বছরের বেতনের সমপরিমাণ বোনাস দিচ্ছে তারা। ঘটনাটি স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানের শিপিং কোম্পানি এভারগ্রিনের। আজ মঙ্গলবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি জানায়, তাইওয়ানের শিপিং কোম্পানি এভারগ্রিন মেরিন করপোরেশন তাদের বার্ষিক সাফল্য উদযাপনের অংশ হিসেবে তিন হাজার ১০০ কর্মীকে বিপুল পরিমাণ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে। এসব কর্মীকে পাঁচ বছরের বেতনের সমপরিমাণ বোনাস দিবে তারা।
২০২১ সালের শুরুর দিকে কোম্পানিটির পরিচালিত একটি জাহাজ সুয়েজ খালে আটকে পড়ার পর তারা খবরের শিরোনামে এসেছিল। আর গত ডিসেম্বরে কর্মীদের বেতনের ৫০ গুণ কিংবা চার বছরের বেতনের বেশি অর্থ দিয়েও তারা শিরোনামে আসে।
এভারগ্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, বোনাস বাবদ তাদের খরচ হবে ৯ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। কর্মীদের কাজ বিশ্লেষণ করে এই বোনাস দেওয়া হবে। চলতি বছরের মাঝামাঝি সময়ের বোনাসের সময় এই অর্থ কর্মীদের দেওয়া হবে।
এভারগ্রিন মেরিন করপোরেশনে কর্মীদের বার্ষিক বেতন ২৯ হাজার ৫৪৫ থেকে এক লাখ ১৪ হাজার ৮২৩ ডলার পর্যন্ত বলে জানিয়েছে এনডিটিভি।
সিঙ্গাপুরভিত্তিক গণমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের তথ্যানুযায়ী, গত বছর এভারগ্রিন রেকর্ড মুনাফা করেছে। গত বছরের তারা মুনাফা করেছে এক হাজার ৪৭০ কোটি ডলার, যা তার আগের বছরের চেয়ে ৩৯ দশমিক ৮২ শতাংশ বেশি। করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার পাশাপাশি শিপিংয়ে খরচ বেড়ে যাওয়ায় মুনাফা বেড়েছে তাইওয়ানের কোম্পানিটির।