পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ক্রসিং দখলে নিল তালেবান
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলে তালেবান যোদ্ধারা দাবি করেছেন।
আফগান বাহিনী গুরুত্বপূর্ণ এই ট্রানজিট পয়েন্টটি তালেবানের হাতে ছেড়ে দিয়ে আসার কয়েক ঘণ্টা পর বুধবার তালেবান এই দাবি করেছে। খবর আল জাজিরা ও রয়টার্সের।
কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলার ওয়েশ নামের সীমান্তবর্তী শহরটির পতন হয়েছে কিনা তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে আফগানিস্তানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে রয়টার্স জানিয়েছে। পাকিস্তানের সঙ্গে থাকা ডুরান্ড লাইন সীমান্তের পাশেই শহরটির অবস্থান।
এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘মুজাহিদিনরা কান্দাহারের ওয়েশ নামের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত শহর দখল করেছে। এতে (স্পিন) বোলদাক ও চমন এবং কান্দাহারের শুল্ক বিভাগের গুরুত্বপূর্ণ সড়কটি মুজাহিদিনদের নিয়ন্ত্রণে চলে এসেছে।’
পাকিস্তানকে আফগানিস্তান, ইরান ও মধ্য এশিয়ার সঙ্গে সংযোগকারী এ ক্রসিংটি দিয়ে দৈনিক প্রায় ৯০০ ট্রাক পার হয় বলে আফগানিস্তানের সরকারি তথ্যে দেখাচ্ছে।
কাবুলে আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান শফিকুল্লাহ আত্তাই জানান, সম্প্রতি তালেবান হেরাত প্রদেশের ইসলাম কালা ও তুরগুন্দি, কুন্দুজের শিরখান বন্দর এবং ফারাহ প্রদেশের আবু নাসের ফারাহি সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছে।
তালেবান দ্রুতগতিতে আফগানিস্তানের সব সীমান্ত চেকপোস্টগুলোর দখল নিয়ে নিচ্ছে। এর মাধ্যমে শুল্ক রাজস্ব আফগান সরকারের কোষাগারে পাঠানো বন্ধ করে নিজেদের অর্থভাণ্ডার পূর্ণ করতে চাইছে তারা।
‘এই বন্দরগুলো তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় আয় তাদের কাছে যাওয়া শুরু করেছে,’ রয়টার্সকে বলেছেন আত্তাই।