পাল্টা নিষেধাজ্ঞা দিতে ডিক্রি জারি করলেন পুতিন
বন্ধুসুলভ নয় এমন দেশ ও সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনতে নতুন ডিক্রি জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে মঙ্গলবার এমনটি জানানো হয়েছে।
পুতিনের ওই ডিক্রিতে বলা হয়, রাশিয়ার ওপর যারা নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেসব দেশ বা সংস্থার নিকট কোনো পণ্য অথবা কাঁচামাল বিক্রি বা রপ্তানি নিষিদ্ধ করবে মস্কো।
ডিক্রিতে আরও বলা হয়, রাশিয়ার এই প্রতিশোধমূলক নিষেধাজ্ঞার আওতায় যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান পড়বে, তাদের সঙ্গে কোনো প্রকার লেনদেনই করা যাবে না।