পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক চান জেলেনস্কি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ‘ইউক্রেন যুদ্ধ থামানোর এটাই একমাত্র পথ’ বলে মনে করেন তিনি। খবর বিবিসির।
স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘আমরা রাশিয়ায় হামলা করছি না এবং আমরা সেখানে হামলার কোনো পরিকল্পনাও করিনি। আপনি আমাদের কাছ থেকে কী চান? আমাদের ভূমি ছাড়ুন।’
‘আমার সঙ্গে বসুন। (ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর) সঙ্গে বৈঠকের মতো ৩০ মিটার দূর থেকে নয়’, যোগ করেন জেলেনস্কি।
রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর আগে পুতিনকে থামাতে মস্কো সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। কোভিড-১৯ মহামারির কারণে দুই নেতা ৩০ মিটার লম্বা একটি টেবিলের দুই প্রান্তে বসে আলোচনা করেন।
পুতিনকে মুখোমুখি বৈঠকের আহ্বান জানানোর পাশপাশি সম্মেলনে ন্যাটোর কাছে যুদ্ধবিমান চেয়েছেন জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আপনাদের যদি আকাশ বন্ধ করার ক্ষমতা না থাকে, তাহলে আমাকে উড়োজাজাহ দিন।’
‘যদি আমরা না থাকি, তাহলে ঈশ্বর না করুন – এরপর লাতভিয়া, লিথুয়ানিয়া আর এস্তোনিয়ার পালা আসবে’, বলেন জেলেনস্কি।