পুতিন মিত্র আলেকজান্ডার দুগিনের কন্যার অন্ত্যেষ্টিক্রিয়ায় শত শত মানুষের ভিড়
রাশিয়ার বিশিষ্ট ডানপন্থী রাজনৈতিক চিন্তাবিদ দারিয়া দুগিনা গাড়ি বোমা হামলায় নিহতের পর তাঁকে ‘শহীদের মর্যাদা’ দেওয়া হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোয় দুগিনার অন্ত্যেষ্টিক্রিয়ায় শত শত মানুষ তাঁকে বিদায় জানায়। এসময় তাঁরা তাঁকে ‘শহীদ’ বলে অভিহিত করেন। খবর আল জাজিরার।
দারিয়া দুগিনা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘তাত্ত্বিক গুরু’ আলেকজান্ডার দুগিনের মেয়ে। গত শনিবার রাতে মস্কোর কাছে গাড়িবোমায় নিহত হন ২৯ বছর বয়সী এই সাংবাদিক ও রাজনীতিক।
আলেকজান্ডার দুগিন বলেন, ‘তার মেয়ে মানুষের জন্য মারা গেছে, রাশিয়ার জন্য মারা গেছে।’
দুগিন আরও বলেন, ‘আমাদের সর্বোচ্চ স্বাধীনতার জন্য আমাদের বিশাল মূল্য দিতে হবে। আর এটাই ন্যায়সঙ্গত।’
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) ইউক্রেনকে এই হত্যার জন্য দায়ী করেছে, তবে কিয়েভ তা অস্বীকার করেছে।