পুরুষের সঙ্গে সুইমিংপুলে নামলে অন্তঃসত্ত্বা হতে পারেন নারী!
পুরুষের সঙ্গে কোনো ধরনের শারীরিক সংস্পর্শ ছাড়াই অন্তঃসত্ত্বা হতে পারেন নারী। সুইমিংপুলের পানিতে পুরুষের শুক্রাণু পড়লে তা থেকেই সন্তানসম্ভবা হয়ে যেতে পারেন একই সুইমিংপুলে নামা নারী। এমন দাবি করেছেন ইন্দোনেশিয়ার শিশু সুরক্ষা কমিশনের (কেপিএআই) এক শীর্ষ নারী কর্মকর্তা।
কেপিএআইর স্বাস্থ্য, মাদক ও নেশাদ্রব্যবিষয়ক কমিশনার সিত্তি হিকমাওয়াত্তি গত সপ্তাহে সংবাদমাধ্যম ট্রিবিউন জাকার্তাকে এক সাক্ষাৎকারে এমন অশ্রুতপূর্ব মন্তব্য করেন। সংবাদমাধ্যম ডেইলি মেইল ও এবিসি নিউজ এ খবর জানিয়েছে।
এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সিত্তি হিকমাওয়াত্তি। পরে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে হিকমাওয়াত্তি জানান, তিনি যা বলেছেন, তা একান্তই তাঁর ‘ব্যক্তিগত মতামত’। এর সঙ্গে তাঁর প্রাতিষ্ঠানিক অবস্থানের কোনো সংশ্লিষ্টতা নেই।
এদিকে ইন্দোনেশিয়ার চিকিৎসকরা বলেছেন, সিত্তি হিকমাওয়াত্তি যে পদ্ধতির কথা বলেছেন, সেভাবে নারীরা কখনোই অন্তঃসত্ত্বা হতে পারেন না।
সিত্তি হিকমাওয়াত্তি সাক্ষাৎকারে বলেন, ‘বিশেষ শক্তিশালী শুক্রাণুর মাধ্যমে সুইমিংপুলে (নারীরা) গর্ভবতী হয়ে পড়তে পারেন।’
‘(সুইমিংপুলে নামা নারীদের মাধ্যমে) পুলে থাকা পুরুষদের মধ্যে যৌনাকাঙ্ক্ষা সৃষ্টি হতে পারে। এ থেকে পানিতে শুক্রাণু পড়লে এমনকি কোনো ধরনের যৌন সংসর্গ ছাড়াই নারীরা অন্তঃসত্ত্বা হতে পারেন।’
সংবাদমাধ্যম জাকার্তা পোস্টকে ইন্দোনেশিয়ার ডক্টরস অ্যাসোসিয়েশন জানিয়েছে, সুইমিংপুলে নারীরা অন্তঃসত্ত্বা হতে পারেন না।
ইন্দোনেশিয়ার ব্লগভিত্তিক চিকিৎসক ব্লগ ডাক্তার সিত্তি হিকমাওয়াত্তির মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, ‘আরো একবার আপনাকে বলছি, আপনি যদি স্বাস্থ্যবিষয়ক সমস্যাগুলো না বোঝেন, তাহলে সেগুলো নিয়ে চুপ থাকাই উত্তম। আপনার মন্তব্যের জেরে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ছে।’
‘আমি জোর দিয়ে বলছি, বিপরীত লিঙ্গের কারো সঙ্গে সাঁতার কাটলেই গর্ভধারণ হয় না। সুইমিংপুলে সাঁতার কাটতে নামা সব পুরুষই শুক্রাণু ত্যাগ করেন না। আর সুইমিংপুলের ক্লোরিনমিশ্রিত পানিতে শুক্রাণু বাঁচতে পারে না, (শুক্রাণু) সাঁতার কেটে নারীর জননাঙ্গে প্রবেশ করা তো দূরের কথা।’
সিত্তি হিকমাওয়াত্তি এরই মধ্যে তাঁর বক্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েছেন। তাঁকে নিয়ে নানা ধরনের মিম তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন সমালোচকরা।
এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘বন্যার সময়কার পরিস্থিতি—সাধারণ জনগণ : নিজেদের প্রাণ বাঁচাই। মূল্যবান সামগ্রীর সুরক্ষা নিশ্চিত করি। সিত্তি হিকমাওয়াত্তি : অনুগ্রহপূর্বক নারী-পুরুষকে আলাদা করে রাখুন, না হলে কোনো নারী অন্তঃসত্ত্বা হয়ে যেতে পারেন।’