পূর্ব ইউক্রেনে রুশ জেনারেল রোমান কুতুজভ নিহত
পূর্ব ইউক্রেনে একজন রুশ জেনারেল নিহত হয়েছেন। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের একজন সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিক আলেকজান্ডার স্লাদকভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এ কথা জানান। তবে, মেজর জেনারেল রোমান কুতুজভ কখন এবং কোথায় নিহত হয়েছেন, তা জানাননি তিনি।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। খবর রয়টার্সের।
সম্প্রতি ইউক্রেনের পূর্ব দনবাস অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেৎস্ক দখল করতে আক্রমণ জোরদার করেছে রুশ বাহিনী। যুদ্ধের প্রথম দিকে রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হয়ে শহরটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে মস্কো।
রাশিয়া এরই মধ্যে সামরিক মৃত্যুকে রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে শ্রেণিবদ্ধ করেছে এবং ২৫ মার্চ থেকে ইউক্রেনে হতাহতের পরিসংখ্যান হালনাগাদ করেনি তারা।
এর আগে ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর পর থেকে এক হাজার ৩৫১ রুশ সৈন্য নিহতের কথা জানিয়েছিল মস্কো।
শুরু থেকেই রাশিয়া বলেছে, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও রুশ-ভাষাভাষী জনগোষ্ঠীকে জাতীয়তাবাদীদের হুমকি থেকে মুক্তি দেওয়ার জন্য ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে দেশটি।
তবে, ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার দাবিকে আগ্রাসনের অজুহাত হিসেবে উড়িয়ে দিয়েছে।