পেরুতে বাস দুর্ঘটনায় ২২ জন নিহত
পেরুর আন্দিয়ান সড়কে গতকাল সোমবার প্রচন্ড বৃষ্টিপাতের মধ্যে যাত্রীবাহী একটি বাস উল্টে যাওয়ায় ২২ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। পুলিশের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।
পুলিশের এক কর্মকর্তা এএফপিকে বলেন, রাজধানী লিমা থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তরে পেরুর পশ্চিমাঞ্চলীয় হুয়ারেজ নগরীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় একটি টেলিভিশনের খবরে বলা হয়, রোববার নতুন প্রেসিডেন্ট এবং কংগ্রেস নির্বাচনে ভোট দেওয়ার পর অধিকাংশ যাত্রীরা বাড়ি ফিরছিল।
পেরুতে প্রায়শই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে, বিশেষ করে বর্ষা মৌসুমে। এ ছাড়া দেশটির সড়ক যোগাযোগ ব্যবস্থাপনাও অনেক দূর্বল। এটিও দেশটিতে সড়ক দুর্ঘটনার আরেকটি কারণ।