পোপ ফ্রান্সিস অসুস্থ, রোমের পাদ্রিদের সঙ্গে গণজমায়েত বাতিল
প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালির রোম শহরের সেন্ট পিটার্সবার্গ স্কয়ারে এক সমাবেশে অংশ নেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
যদিও ভ্যাটিকান সিটি কর্তৃপক্ষ পোপের এ অসুস্থতার ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানায়নি।
বৃহস্পতিবার সংবাদমাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, অসুস্থতার কারণে রোমের পাদ্রিদের সঙ্গে এক গণজমায়েতে অংশ গ্রহণ বাতিল করেছেন পোপ ফ্রান্সিস।
ভ্যাটিকান সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ৮৩ বছর বয়সী এ ধর্মগুরু ‘হালকা অসুস্থতায়’ ভুগছেন। গণজমায়েতে অংশ না নিলেও পূর্বনির্ধারিত অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করবেন তিনি। ভ্যাটিকানের শান্তা মার্তা হোটেলের কাছে অবস্থান করবেন তিনি। এ হোটেলেই বসবাস করেন পোপ ফ্রান্সিস।
পোপের অসুস্থতার ব্যাপারে বিস্তারিত তথ্য জানায়নি ভ্যাটিকান। তবে বুধবার সেন্ট পিটার্সবার্গ স্কয়ারের সমাবেশে খ্রিস্টান সম্প্রদায়ের এই ধর্মগুরুকে কাঁশি দিতে ও নাক পরিষ্কার করতে দেখা যায়। এ ছাড়া সমাবেশে অংশ নেওয়া ভক্তদের সঙ্গে করমর্দন ও তাঁদের মাথায় চুম্বন করতেও দেখা যায় এ ধর্মগুরুকে।
পোপের অসুস্থ হওয়ার খবর এমন এক সময় এলো যখন করোনাভাইরাসের প্রকোপ সামলাতে হিমশিম খাচ্ছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ৪০০ জনের বেশি মানুষকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।