প্রতিরোধ বাহিনীর শান্তি আলোচনার প্রস্তাব, ‘আত্মসমর্পণ’ করতে বলল তালেবান
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পানশির উপত্যকা নিয়ন্ত্রণকারী জাতীয় প্রতিরোধ ফ্রন্টের (এনআরএফএ) প্রধান আহমদ মাসউদ যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনার যে প্রস্তাব দিয়েছিলেন, তালেবান তা নাকচ করে দিয়েছে। ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমসের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর জানিয়েছে।
ডেইলি মেইল জানিয়েছে, এনআরএফএ’র শান্তি আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়ে তালেবান কমান্ডার মৌলভি মোহাম্মদ ফারুক বলেন, “পানশিরের বিদ্রোহী নেতাদের প্রতি আমাদের বার্তা হলো—‘আত্মসমর্পণ করো’।”
‘আমরা তোমাদের হত্যা করতে চাই না... কিন্তু, তোমাদের অবশ্যই আত্মসমর্পণ করতে হবে। আমাদের বিজয় অবশ্যম্ভাবী’, যোগ করেন তালেবান কমান্ডার।
এর কয়েক ঘণ্টা আগে গতকাল রোববার এনআরএফএ’র নেতা আহমদ মাসউদ বলেছিলেন, পানশির, কাপিসা, পারওয়ান ও আন্দারাব অঞ্চলে তালেবান হামলা বন্ধ করলে প্রতিরোধ ফ্রন্টও যুদ্ধ বন্ধ করতে রাজি আছে। তিনি এ ব্যাপারে তালেবানের সঙ্গে আলোচনায় বসতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেন।
কয়েক দিন ধরে তালেবান ঘোষণা করে আসছিল যে, পানশিরের কমান্ডারদের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে। ফলে, সামরিক শক্তি প্রয়োগ করে ওই উপত্যকা দখল করা হবে।
পাঁচ দিন ধরে তালেবান পানশির উপত্যকা দখলে অভিযান চালাচ্ছে। গতকাল রোববার বিকেলে তালেবান দাবি করে—তারা ওই উপত্যকার প্রায় পুরো অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।
২০০১ সালে দুই তালেবান সদস্যের আত্মঘাতী হামলায় ‘পানশিরের সিংহ’ হিসেবে পরিচিত আহমদ শাহ মাসউদ যখন নিহত হন, তখন তাঁর ছেলে আহমদ মাসউদ ছিলেন ১২ বছর বয়সি কিশোর। তৎকালীর রুশ বাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আহমদ শাহ মাসউদ। তিনি পানশিরে রুশ বাহিনীর আধিপত্য মেনে নেননি। তাঁর ছেলে আহমদ মাসউদ ঘোষণা করেছেন—তিনি বেঁচে থাকতে ওই উপত্যকায় তালেবানের আধিপত্য মেনে নেবেন না।