প্রেসিডেন্ট ছোট ভাই, প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করাবেন বড় ভাইকে
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে অগ্রজ ও শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে মনোনীত করেছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। গতকাল বুধবার এ ঘোষণা দেন তিনি। ১০ বছর আগে এই রাজাপাকসে ভাতৃদ্বয়ই বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগার বিদ্রোহীদের কঠোর হস্তে দমন করেছিলেন। এবার দুই ভাই মিলে ক্ষমতার দখলটা পোক্ত করলেন। শ্রীলঙ্কায় গত সপ্তাহে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের দলের ভরাডুবি হয়।
দুইবারের প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। মাহিন্দা রাজাপাকসেকে শপথবাক্য পাঠ করাবেন তাঁরই ছোটভাই ও বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
শ্রীলঙ্কায় দীর্ঘ ২৬ বছরের গৃহযুদ্ধের অবসানে তামিল টাইগার যোদ্ধাদের নিশ্চিহ্ন করেছিলেন রাজাপাকসে ভাতৃদ্বয়। তাঁদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী দিয়ে তামিল টাইগার দমনে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।
শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্টের অনুগত প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন, ৭৪ বছরের মাহিন্দা রাজাপাকসেকে শপথবাক্য পাঠ করাবেন ৭০ বছর বয়সী গোতাবায়া রাজাপাকসে। তাঁদের আরো দুই ভাই, বাসিল ও চমল রাজাপাকসেও রাজনীতিতে সক্রিয়।
প্রশাসনের মুখপাত্র বিজয়ানন্দ হেরাথ বলেন, ‘শপথ নেওয়ার কিছু সময় পরই মন্ত্রিসভা গঠন করবেন প্রধানমন্ত্রী রাজাপাকসে।’
মাহিন্দা রাজাপাকসের এক দশকের শাসনকালে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন গোতাবায়া রাজাপাকসে।
মাহিন্দা রাজাপাকসে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাধ্যমে প্রথমবারের মতো একইসঙ্গে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি পদে দুই ভাইকে পাচ্ছে দেশটি। এর আগে মাহিন্দা রাজাপাকসে যখন প্রথমবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তখন দেশটির পার্লামেন্টের স্পিকার ছিলেন তাঁর বড় ভাই চামাল রাজাপাকসে। আইনি জটিলতার কারণে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি মাহিন্দা রাজাপাকসে।